আমাদের ভারত, ৮ নভেম্বর: শুক্রবার ভোরে নৈহাটি কেন্দ্রের বিজেপির দলীয় প্রার্থী রূপক মিত্রকে সঙ্গে নিয়ে লঞ্চে চেপে জগদ্দলের ফেরিঘাট থেকে হাজিনগর লালবাবা ঘাট পর্যন্ত জলপথে পরিক্রমা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গঙ্গার ঘাটে ছট ব্রতীদের তিনি হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
লঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলার বুকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের যথেষ্ট সুনাম আছে।কিন্তু ওই ক্লাবগুলোকে রাজনীতিকরণ করলো পার্থ ভৌমিক। যদিও তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসা তিন কর্তা সারদা, নারদা, রোজভ্যালি কাণ্ডে জড়িত। তিন ক্লাবের সমর্থকদের এর প্রতিবাদ করা উচিত। তিনি আরও বলেন, নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনে কলকারখানা শ্মশানে পরিণত করা তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দেবে।
অপরদিকে বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। মানুষ বিজেপির সঙ্গে। লোকসভা ভোটের আগে গৌরীপুর জুটমিল খোলার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। মিল তো খোলেইনি, উল্টে যন্ত্রাংশ লুটপাট হয়েছে। এদিন হাজির ছিলেন প্রিয়াঙ্গু পান্ডে, জয় সাহা-সহ অন্যান্যরা।