Subhankar Sarkar, Congress, সংবিধানের প্রথম পৃষ্ঠায় আগুন লাগলে পরের পৃষ্ঠা বাঁচে না, নৈহাটিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভঙ্কর সরকারের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: রাজ্যে গণতন্ত্র লুন্ঠিত। নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবার নৈহাটিতে নির্বাচনী প্রচারে গণতন্ত্রের কন্ঠরোধ, সংবিধানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।তৃণমূল বিজেপি দুই প্রার্থীর লড়াইয়ের মাঝখানে এবার অন্য ভূমিকায় নৈহাটির ময়দানে নেমেছেন কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার।

বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীর হয়ে আজ প্রচারে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সংবিধানের প্রথম পাতায় আাগুন লাগলে পরের পাতাগুলো বাঁচে না।রাজ্যে ভোট লুঠ হয়ে যায়।মানুষ ভোট দিলে ফলাফল অন্য হতো। গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম নেই এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *