আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: পেলের প্রয়াণে শুক্রবার বিবৃতি এবং টুইটারে পৃথক শোকবার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রস্তাব হিসাবে লেখা হয়েছে, “কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে ব্রাজিলের সাও পাওলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর।
ফুটবলসম্রাট পেলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনবার ফিফা বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। এছাড়া তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তিনি ছিলেন তৃতীয় বিশ্বের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
২০১৫ সালে পেলে যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ পরিচয় হয়েছিল। পেলে নাইট অফ দি অর্ডার অফ রিও ব্রাঙ্কো, নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতার সৃষ্টি করল। আমি পেলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “পেলে, তাঁর কিংবদন্তি পারফরম্যান্স এবং কৃতিত্বের মাধ্যমে, সারা বিশ্বের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। তাঁর মৃত্যুর সংবাদ আমাকে ২০১৫ সালে আমাদের স্মরণীয় বৈঠকের কথা মনে করিয়ে দেয়। আমি প্রার্থনা এবং চিন্তার নিরিখে এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের সাথে সমব্যথী। তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম পাক।“