আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জানুয়ারি: ঝাড়গ্রাম পুরসভায় তৃণমূলকে ক্ষমতায় ফেরাতে কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের টিমl গত লোকসভা নির্বাচনে হাবুডুবু অবস্থা হওয়ার পর ঘুরে দাঁড়াতে তৎপর তৃণমূল তিনটি বিধানসভার উপনির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়ে জয় লাভ করেl এবার সামনের পুরসভা নির্বাচনেও দলকে সম্মানজনক অবস্থায় ফেরাতে তৎপরতা শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যে দল মাঠে নামিয়েছে প্রশান্ত কিশোরের টিমকেl
পিকের সংস্থা ঝাড়গ্রাম জেলার একমাত্র পুরসভা ঝাড়গ্রামের ওয়ার্ডগুলির তথ্য সংগ্রহে নেমেছেl সংস্থার সদস্যরা প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বসে কথা বলছেনl খোঁজখবর নিচ্ছেন ওয়ার্ডগুলির কোথায় কোথায় গোষ্ঠী কোন্দল এবং বিরোধীদের অবস্থান কেমন রয়েছেl গত লোকসভা নির্বাচনে পুরসভার আঠারোটি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপিl কোন ওয়ার্ডে কেমন ফল হয়েছিল তার বুথ ভিত্তিক তথ্য সংগ্রহ করছেন পিকের টিম সদস্যরা