কেশপুরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শান্তিযজ্ঞ

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মার্চ: ধর্মীয় ভেদাভেদ মিটিয়ে পৃথিবী জুড়ে শান্তি স্থাপনের লক্ষ্যে ‘বিশ্ব শান্তি মহাযজ্ঞ’ অনুষ্ঠিত হল কেশপুরে। সেখানকার শ্মশানকালী মন্দির প্রাঙ্গনে ওই মহাযজ্ঞের আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কেশপুর ব্লক শাখা। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু কেশপুরেই নয়, রাজ্যের ২৩টি জেলাতেই এই বিশ্বশান্তি যজ্ঞ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

ট্রাস্টের রাজ্য কমিটির সহ সম্পাদক পদ্মনাভ চক্রবর্তী জানান, মানুষের ভুল বোঝাবুঝির কারণেই ধর্মে ধর্মে সংঘাত বাড়ছে। সনাতন ধর্মের মানুষ হিংসা করতে জানে না। তারা নিজের ধর্মের যত্ন নেওয়া এবং অপরের ধর্মকে শ্রদ্ধা জানাতে শেখায়। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটছে। হিংসা বাড়ছে। একমাত্র যজ্ঞই মানুষকে স্থিরতা দেয়। যজ্ঞ থেকে মেঘের সঞ্চার, মেঘ থেকে বৃষ্টি, আর বৃষ্টি থেকে পৃথিবী শষ্য শ্যামলা হয়ে ওঠে। বর্তমান ভারতবর্ষে যে অস্থিরতা বাড়ছে তা বড়ই বেদনার। শান্তি যাতে বিরাজমান হয় সেই লক্ষ্যেই এধরনের মহাযজ্ঞের আয়োজন বলে জানিয়েছেন তিনি। এদিনের মহাযজ্ঞে হাজির ছিলেন রনজিৎ গোস্বামী, শ্রীধর মিশ্র, গোপাল চক্রবর্তী, চিত্ত গরাই, লক্ষ্মণ রাজ পণ্ডিত, সুজিত গোস্বামী সহ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *