আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ: জেলা হাসপাতালের একটি ওয়ার্ডের চারটি শৌচাগার নোংরায় পরিপূর্ণ জেনেও হেলদোল নেই কর্তৃপক্ষের।
পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতাল। সেই হাসপাতালের চত্বরেই মেডিক্যাল কলেজের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বুধবার সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেল, হাসপাতালের পুরুষ সার্জিক্যাল বিভাগের শৌচাগার অপরিষ্কার আর নোংরা জলে ভরে গিয়েছে। শৌচাগার নোংরা জল জমে মেঝে পিচ্ছিল। ময়লা নোংরা দুর্গন্ধ যুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ। এই ওয়ার্ডের রোগীদের জন্য তৈরি শৌচাগার গুলির এখন এমনই অবস্থা। রোগীরা জানালেন, অব্যবহারযোগ্য এই শৌচাগারই ব্যবহার করতে হচ্ছে তাদের বাধ্য হয়ে।
এই প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান, দিন দশেক আগে তিনি এই অভিযোগ শুনেছেন। মেডিকেল কলেজের কাজ ও রাস্তা তৈরির জন্য, বিভিন্ন জিনিসপত্র ফেলার কারণে শৌচাগারের নোংরা আবর্জনা বেরোনোর জায়গা ভরে গিয়েছে। যার কারণেই শৌচাগারের এই দশা। খুব দ্রুততার সঙ্গেই শৌচাগার পরিষ্কার হবে এমনটাই জানালেন তিনি।
চতুর্দিকে যখন প্রচার করে স্বচ্ছ ভারত তথা স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্যে নোংরা আবর্জনা যততত্র ফেলা নিষেধ করা হচ্ছে। সেখানে কি করে এতদিন ধরে হাসপাতালের মধ্যের শৌচাগারে ভরে রয়েছে নোংরায় এবং সেই নোংরা পরিষ্কারে কেনো এত গড়িমসি? সেই প্রশ্নই উঠছে সকলের মনে।