আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর। ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে ট্রেনে বাড়ি ফেরার পথে ট্রেন দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর স্টেশনে ঢোকার মুখে আবার অসুস্থ হয়ে পড়েন ওই রোগী। শনিবার বিকেলে সত্যসাঁই এক্সপ্রেস ট্রেনে আসা ওই রোগীকে ট্রেন থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খড়গপুর রেলওয়ে মুখ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরীক্ষা করার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খড়গপুর রেল সূত্রে জানাগেছে, মৃতের নাম সুনীল সরকার (২৪)। তিনি নদিয়া জেলার বাসিন্দা। মৃত সুনীল সরকারের সঙ্গে থাকা আত্মীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে তারা ব্যাঙ্গালোর গিয়েছিলেন তার শারীরিক চিকিৎসা করার জন্য।