৩৪ নম্বর জাতীয় সড়কে ডালখোলা রেলগেটের নিত্যদিনের যানজটে নাকাল বাসিন্দারা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের সবচেয়ে বড় সমস্যা হল ডালখোলা রেলগেটের যানজট। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটে নাজেহাল দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে যানবাহন ও পণ্যবাহী লরি। বেহাল জাতীয় সড়কের কারণে যানজটে পাঁচ থেকে ১০ ঘন্টা রাস্তায় আটকে পড়ে থাকছে সমস্ত যানবাহন। দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যাত্রীরা।

কাজ চলছে জাতীয় সড়ক বাইপাস নির্মাণের। কিন্তু কবে শেষ হবে এই ডালখোলা বাইপাস রাস্তা তা কেউই জানে না। দ্রুতগতিতে চলছে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস নির্মানের কাজ। খুব শীঘ্রই ডালখোলার যানজট সমস্যা মিটে যাবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসনসূত্রে। কলকাতা বা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি বাসে বা যেকোনও যানবাহনে চেপে যাওয়াটা দুঃসাধ্য ও দুরূহ ব্যাপার যাত্রীদের কাছে। দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি যাওয়া ও আসার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে আর কোথাও যানজটে আটকে না পড়লেও উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে যানজটে অবরুদ্ধ হয়ে পড়াটা নিত্যদিনের ঘটনা। তার এক এবং একমাত্র কারণ ডালখোলা রেলগেট ক্রসিং। ৩৪ নম্বর জাতীয় সড়কের বুক চিড়ে গিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ব্যস্ততম রেললাইন। দিনেরাতে প্রায় ৭৫ জোড়া প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে এই লাইনের উপর দিয়ে। ফলে ২৪ ঘন্টায় প্রায় দুশোবার রেলগেট বন্ধ হয়। আর এই রেলগেট বন্ধ হওয়ার কারণে ভীষণভাবে যানজটের সৃষ্টি হয় ডালখোলাজুড়ে। এর উপর রয়েছে ডালখোলায় সংকীর্ণ জাতীয় সড়কের বেহাল দশা। বেহাল রাস্তায় মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাস্তায় পড়ে থাকাতেও যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে যাত্রীবাহী যানবাহন থেকে পণ্যবাহী লরি। ডালখোলার এই যানজট সমস্যা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলাতে।

যানবাহনের চালকরা জানিয়েছেন, রোগী থেকে প্রয়োজনীয় কাজে কিষাণগঞ্জ শিলিগুড়ি যেতে গিয়ে যানজটে আটকে চরম দুর্ভোগে পড়তে হয়। এলাকার বাসিন্দা থেকে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি, ডালখোলা বাইপাস রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও কাজের মন্থর গতির কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে। দ্রুত গতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাস নির্মাণের কাজ চলছে। অবিলম্বে বাইপাস চালু হয়ে ডালখোলার যানজট সমস্যা মিটে যাবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসনসূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *