অঞ্জনা নদী বাঁচাতে কৃষ্ণনগরে প্রোমোটারদের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয় মানুষ ও বিজেপি নেতৃত্ব

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ডিসেম্বর: প্রোমোটারদের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয় মানুষ ও বিজেপি নেতা। বিজেপি এবং স্থানীয় মানুষ মিলে আজ প্রোমোটারদের জমি দখলে বাধা দেয় এবং জমির চারপাশে দেওয়া বেড়া ভেঙ্গে দেয়।

স্থানীয় প্রোমোটারের সাহায্যে মজে যাওয়া অঞ্জনা নদী দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণনগর। বিজেপির অভিযোগ, বেআইনিভাবে অঞ্জনা নদীর দখল চলছে। আজ সেগুনবাগান ঘোষপুকুর লেনে রাজা রোড সংযোগকারী রাস্তায় পথ অবরোধ করে বিজেপি। স্থানীয় মানুষ ও বিজেপির দাবি, স্থানীয় পৌরসভার ইন্ধনেই প্রোমোটারদের এত বাড়বাড়ন্ত। স্থানীয় পৌরসভার বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখায়।

জানা যায়, মাসখানেক আগে কৃষ্ণনগর পৌরসভা প্রোমোটারদের হাত থেকে এই জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছিল। স্থানীয় মানুষদের দাবি, সেই সময় পৌরসভার সেখান থেকে নির্মাণকাজ বন্ধ করে মাটি তুলে নিয়ে যায়। কিন্তু বেশ কিছুদিন পর আজ স্থানীয় কিছু প্রোমোটারদের সাহায্যে ওই একই স্থানে নির্মাণকাজ শুরু করে কৃষ্ণনগরের বাসিন্দা শঙ্কর সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি পাকাপাকিভাবে অঞ্জনা খালকে মাটি ফেলে বুঁজিয়ে টিন এবং বাঁশ দিয়ে জায়গাটা ঘিরে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের শঙ্কর সাহার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি জমিটা তার নিজের বলে দাবি করেন। কিন্তু বিগত কয়েক মাস আগে পৌরসভা যখন অবৈধ নির্মাণ ভেঙ্গে সেখান থেকে মাটি তুলে নিয়ে যায় তার কারণ জানতে চাইলে তিনি তার কোনও সদুত্তর দিতে পারেননি। এর পরেই আজ তিনি পুনরায় এই অবৈধ নির্মাণ কাজে হাত লাগিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কিন্তু আজ স্থানীয় মানুষ এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্মাণকাজ ভেঙ্গে ফেলেন এবং পৌরসভার ইন্ধনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা স্থানীয় প্রোমোটারিরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

অঞ্জনা নদী এখন খাল থেকে নর্দমায় এসে ঠেকেছে। এইখালের পরেই শুরু হয়েছিল বেআইনি নির্মাণ কাজ। স্থানীয় দুজন প্রোমোটার জমির মালিকের পক্ষ নিয়ে কথা বলতে গেলেই স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশের সামনেই অবরোধকারীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

তবে বিজেপির দাবি, যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে তারা অঞ্জনা নদী নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে।

অভিযুক্ত শংকর সাহা জানান, আমার নিজের জমি। আমি আর আমার ভাই ব্যবসা করব বলে এই জমিটা কিনেছি। পৌরসভাতে বহুদিন ধরে আমি এই জমির খাজনা দিয়ে আসছি। কয়েক মাস আগে আমার জমির কাগজপত্র রেডি ছিল না বলে পৌরসভা আমাকে কাজ করতে দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *