পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা ২২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সাত সকালে রাজ্য সড়ক ধরে মোহনপুর থেকে মেদিনীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায় রাস্তার ধারে বাসটি উল্টে যায়। ঘটনায় ওই বাসে থাকা প্রায় ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দাঁতন থানার পুলিশ। আহতদের দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দ্রুতগতি থাকার কারণেই এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসের চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।