আমাদের ভারত, ১৬ মার্চ:সংসদ অর্জুন সিং বিজেপিতে যোগদান করার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচী।
শুক্রবার দিল্লির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে আসনে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অর্জুন সিং বিজেপিতে ফিরে আসায় দল তাকে সাদরে গ্রহণ করেছেন। তবে, তিনি প্রার্থী হচ্ছেন কি না তা দলই ঠিক করবে। তবে যেই প্রার্থী হোক না কেন ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে।
কৌস্তভ বাগচী বলেন, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ভালো অভিনেতা, তিনি খুব ভালো অভিনয় করেন, তিনি সেখানেই নিজের কেরিয়ার তৈরী করুক। তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবেন পার্থ ভৌমিক। তার বিধায়ক ও মন্ত্রীত্ব সবটাই যাবে। ব্যারাকপুর বিজেপির ছিল বিজেপিরই থাকবে।
“ভাগ অর্জুন ভাগ” পোস্টার আসলে পার্থ ভৌমিক রাতের অন্ধকারে কোনো মাতালদের দিয়ে দেওয়ালে লাগিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিন কৌস্তভ বাগচী বলেন, এই রাজ্যে তৃণমূলের কোনো ভবিষ্যত নেই। ২০২৪- এর পর দূরবীন দিয়েও তৃণমূলকে খু্ঁজে পাওয়া যাবে না।