নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১১ এপ্রিল: পাহাড়ে নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ ভৌমিককে জেলযাত্রার হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসায় পার্থ ভৌমিককে লাগাতার আক্রমণ করে চলেছেন অর্জুন সিং। তিনি বলেন, এই দুর্নীতি মামলায় অনুব্রতর মতই তাঁকে জেলে যেতে হবে। তিহার জেল থেকেই তিনি ভোটে লড়বেন।
বুধবার বিকেলে গাড়ুলিয়ার লেলিন নগর থেকে বিজেপির এক প্রচার মিছিল বের হয় হয়। যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং হেঁটে জনসংযোগ করেন।আজ ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবুনপুরে চায়ে পে চর্চা কর্মসূচিতে হাজির ছিলেন অর্জুন সিং। এই কর্মসূচির মধ্য দিয়ে এদিন তিনি জনসংযোগও করলেন। প্রচারের ফাঁকে অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিকের নাম পাহাড়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জড়ানো প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, পার্থ ভৌমিক দুর্নীতিগ্রস্ত তাই খুব শিগগিরই তাঁর দুয়ারে ইডি, সিবিআই আসবে। এবারের নির্বাচন তিহার থেকে লড়তে হতে পারে পার্থকে। তিনিনি বলেন, “এবার পার্থ ভৌমিক কেস্টর মত তিহার থেকে ভোট লড়বে।”
উত্তরবঙ্গে চাকরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এব্যাপারে পার্থ ভৌমিক বলেন, তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব।