Asansol ভোট আবহে আসানসোলের সালানপুরে উদ্ধার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র, ধৃত ৫

আমাদের ভারত, ১১ এপ্রিল:
ভোটের আগে রাজ্যে বেআইনি অস্ত্রের কারবার বেড়েছে বলে সরব হয়েছে‌ বিরোধীরা। এই বিষয়ে প্রশাসনের সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা বার বার। তাদের এই দাবি যে সঠিক কার্যক্ষেত্রে এবার তা মিলে গেল।

বুধবার রাতে নাকা চ্যাকিং-এর সময় আসানসোল এলাকায় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

জানা গেছে, রূপনারায়ণপুরের চিতালডাঙ্গা অঞ্চলে নাকাতল্লাশি চলাকালীন এক পিকআপ ভ্যান দেখে পুলিশের সন্দেহ হয়। পিকআপ ভ্যানটি ধাওয়া করে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। ঘটনায় ধৃত পাঁচজনই আসানসোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতরা হল সরফরাজ মল্লিক, প্রেম হরিজন, এম ডি ইকবাল, আসলাম খান, চন্দন ঠাকুর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা গরু চুরি করতে ওই এলাকায় এসেছিল। ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *