সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৯ মার্চ: ধসে পড়লো বাড়ির একাংশ। কপাল জোরে বাঁচল তিনজনের প্রাণ। ঘটনাটি ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়ে প্রতিমা কান্দুর বাড়ির একাংশ। এবিষয়ে প্রতিমা কান্দু জানান, সোমবার রাতে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় ঘটে ঘটনাটি। সেই সময় আমি, আমরার বৃদ্ধ মা ও দুই বোন বাড়িতেই ছিলাম। কপাল জোরে বেঁচে যাই। এখন পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি।
প্রতিমা দেবীর দাবি, আমি পৌরসভা থেকে আবাস যোজনার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকাও পেয়েছি, কিন্তু পৌরপ্রধান পরিবর্তনের পর আর টাকা পাইনি।
টাকা পেলে আমিও বাড়িটি তৈরী করতাম। তাই পৌরসভার কাছে আবেদন, যাতে আমাকে বাড়ি তৈরির বাকি টাকা দেওয়া হয়।
যদিও বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার জানান, পাশেই বাড়ি তৈরী হচ্ছে। সেপটিক ট্যাঙ্কের গর্তের কারণে ঝড় বৃষ্টিতে জল জমার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। খবর পেয়েছি, আমি গিয়েছিলাম। তাদের আবাস যোজনার লিস্টে নাম আছে একবার টাকাও পেয়েছে, তাই যাতে বাকি কিস্তির টাকা পান তার ব্যবস্থা সহ পৌরসভা থেকে যা যা করণীয় তা করা হবে।