আমাদের ভারত, বালুরঘাট, ৭ ডিসেম্বর: এক শিক্ষক নেতার দাদাগিরিতে আধিকারিকদের একাংশ বয়কট করলেন জেলার প্রাথমিকের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক, নিন্ম বুনিয়াদি, এসএসকে কেন্দ্র সমূহের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতাকে ঘিরেই সামনে আসে এই ঘটনা। এদিন পতিরাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতায় ১৭টি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ও একাধিক আধিকারিকদের উপস্থিত হতে না দেখা যাওয়ায় বির্তক তৈরী হয়েছে।
সূত্রের খবর, বার্ষিক ক্রিড়া কমিটির সম্পাদক তথা তৃণমূল শিক্ষক সমিতির জেলা সভাপতি সুকলাল হাঁসদার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ডিআই অফিসের এক আধিকারিকের সাথে দুর্ব্যবহারের। যারই প্রতিবাদে এদিন বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা বয়কট করে শিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশ বলে জানা গেছে।
যদিও ক্রিড়া সম্পাদক সুকলাল হাঁসদার দাবি, তার বিরুদ্ধে ওঠা দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আধিকারিকদের একাংশ বিরোধী রাজনৈতিক দল গুলির সাথে যোগাযোগ রেখেছে। ক্রিড়া প্রতিযোগিতায় আধিকারিকদের একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন তিনি। তবে তারা কেন আসেনি তা তিনি বলতে পারবেন না বলেও জানিয়েছেন।
জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণাল রায় জানিয়েছেন, কে আসেনি, কেন আসেনি আমি জানি না। সমস্ত কিছু কমিটির সম্পাদক দেখছে তিনিই বলতে পারবেন।
ক্রিড়া কমিটির সম্পাদক সুকলাল হাঁসদা বলেন, আধিকারিকদের একাংশ বিরোধীদের সাথে যোগাযোগ রয়েছে। তাদের অনেকে বিরোধী রাজনৈতিক দল করে। আমাদের ক্রিড়া প্রতিযোগিতায় তারা অসহযোগিতা করছে।
বালুরঘাট সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বুলবুলি টুডু জানিয়েছেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি। তাই যেতে পারিনি।