আমাদের ভারত, ১৯ অক্টোবর: নির্ধারিত সময় মেনে আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাড়ির এলাকা থেকে ন্যায় বিচার যাত্রা শুরু হয়েছে শনিবার দুপুরে। ধর্মতলায় অনশন মঞ্চে পৌঁছবে এই যাত্রা। শনিবার এই ন্যায় বিচার যাত্রার সূচনায় ছিলেন
নির্যাতিতার বাবা- মা।
নির্যাতিতাকে খুন করে ধর্ষণের ঘটনায় সুবিচারের দাবিতে চাপ বাড়াতে জুনিয়ার ডাক্তাররা এই ন্যায় বিচার যাত্রার ডাক দিয়েছিলেন। শুক্রবার ডাক্তাররা জানিয়েছিলেন, সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার রাস্তা দিয়ে এই ন্যায় বিচার যাত্রা হবে। দীর্ঘ পথ, তাই এই যাত্রা রিলে পদ্ধতিতে এগোবে। এভাবেই ধর্মতলার অনশন মঞ্চে এসে পৌঁছাবে যাত্রা। সেই মতো পানিহাটির এইচবি টাউন মোড় থেকে এই ন্যায় বিচার যাত্রা শুরু হয়। এই মিছিলে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষও পা মিলিয়েছেন।
১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ করেছিল জুনিয়ার ডাক্তাররা। তারপরেই শনিবার ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়। রবিবার ধর্মতলার অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা।
ন্যায় বিচার যাত্রার সূচনা করে নির্যাতিতার বাবা-মা বলেন, আমাদের মেয়ের জন্য এরা কষ্ট করছেন এবং আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এটা একটা শুভ ইঙ্গিত। একই সঙ্গে বিচার পেতে ধৈর্য ধরতে হবে বলেও জানান নির্যাতিতার বাবা। তিনি বলেন, সিবিআই, শীর্ষ আদালত সকলেই বলছে ধৈর্য ধরতে হবে। সিবিআই এর উপরেও আমাদের আস্থা রাখতে হচ্ছে, কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনায় অন্য যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। একই সঙ্গে নির্যাতিতার মা বলেন, আমাদের মেয়ের বিচার এখনো অধরা। আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল সেটা এখনো আমরা জানি না। তাই আন্দোলন তো করতেই হবে।
অন্যদিকে অনশনকারীদের জন্যেও তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন। নির্যাতিতার বাবা বলেন, অনশন একটা শেষ অস্ত্র। অনশন মানে মৃত্যু। আমরা কখনই চাইনি এটা। আমরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তারা যেন হাসপাতালে ভর্তি হয়।