সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৬ ডিসেম্বর: সর্ষে ক্ষেতে প্রতিবেশীর ছাগলঢুকে সর্ষে গাছ খেয়ে
নেওয়ার অভিযোগে প্রতিবেশী এক
ব্যক্তিকে চেলা কাঠ দিয়ে
মাথায় মেরে খুন করার অভিযোগ উঠলে
ক্ষেতের মালিক তুফান বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চড়ুইগাছি এলাকায়। রাতেই পুলিশ অভিযুক্ত তুফান বিশ্বাসকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস (৫০)।
স্থানীয় সূত্রের খবর, চড়ুইগাছি এলাকায় তুফানবাবু এক বিঘা জমিতে সর্ষে চাষ করেছিলেন। মাঝে মধ্যেই সেই জমিতে প্রতিবেশীদের ছাগল, গরু ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করে। এদিন সন্ধ্যেয় ফের সুভাষবাবুর পোষা ছাগল তুফানবাবুর সর্ষে ক্ষেতে ঢুকে কিছু সর্ষে গাছ খেয়ে নেয়। সেই অভিযোগে এদিন সন্ধ্যেয় সুভাষবাবুর বাড়িতে
চড়াও হয় তুফান। দুজনের মধ্যে বাকবিতণ্ডা
শুরু হয়। অভিযোগ, সেই সময় অভিযুক্ত তুফানের পাশে পড়ে থাকা কাঠের চেলা দিয়ে সুভাষকে বেধড়ক মারধর করে।মাথায় গুরুতর আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে সুভাষ।সুভাষবাবুর স্ত্রী সহ প্রতিবেশীরা তাকে
উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ ঘটনার পর মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস বনগাঁ থানায় অভিযুক্ত তুফান বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ
দায়ের করেন৷ রাতেই পুলিশ তুফানকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।