সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: পুরুলিয়া
এমএসএম এ ইনডোর স্টডিয়ামের বাইরে খোলা মাঠ থেকে একটি পেঁচা উদ্ধার হল। আজ সন্ধ্যের সময় অসুস্থ ওই পূর্ণ বয়স্ক পেঁচাটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধি। উদ্ধারকারী সন্দীপ সমাদ্দার, মধুসূদন দেওঘরিয়া বলেন,”পেঁচাটিকে দেখে অসুস্থ মনে হল। তাই, উদ্ধার করে পাশে জার্নালিস্টস ক্লাবের কক্ষে নিয়ে যাই। সংশ্লিষ্ট বনদফতরে খবর দিই। বন কর্মীরা এসে এখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যান।”
বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পেঁচাটিকে পর্যবেক্ষণে রাখা হবে সুরুলিয়া মিনি জু’তে।