আমাদের ভারত, হাওড়া, ৩০ জানুয়ারি:রাস্তার পাশে পড়ে থাকা একটি আহত লক্ষ্মী পেঁচাকে উদ্ধার করল বন দফতর। জানাগেছে, বৃহস্পতিবার বিকালে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল নিজের কাজ সেরে বাড়ি ফেরার পথে আমতা নারিট থেকে কুশবেড়িয়া যাওয়ার রাস্তায় তেগাছিয়ার কাছে রাস্তার পাশে আহত লক্ষ্মী পেঁচাটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি সেটিকে উদ্ধার করে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, আহত পেঁচাটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে।