65% vote, 3 pm, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বিকেল ৩টে পর্যন্ত রাজ্যের তিন আসনে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ল

আমাদের ভারত, ১৯ এপ্রিল: লোকসভা ভোটের প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে ভোট গ্রহণ চলছে। দুপুর তিনটে পর্যন্ত পশ্চিমবঙ্গের তিনটি আসন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি আসনে। সেখানে ৬৭.২৮ শতাংশ ভোট পড়েছে।

খুব একটা পিছিয়ে নেই বাকি দুটি আসন। কোচবিহার ও আলিপুরদুয়ারে বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে যথাক্রমে ৬৫.৫৪ শতাংশ এবং ৬৬.২৩ শতাংশ। বিধানসভা মোতাবেক এই রাজ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে।

কমবেশি অশান্তির মধ্যেই এই তিন আসনে ভোট গ্রহণ চলছে। শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙ্গায় তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির সঙ্গে হাতাহাতিতে চারজন তৃণমূল কর্মী সেখানে আহত হয়েছে বলে খবর। কোচবিহারের মধ্য ফলিমার এলাকায় নয়টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জলপাইগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ভোট পরিদর্শনে গেলে তাকে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। শিখাদেবীর দাবি, পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল। এই ঘটনায় বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিক্ষোভ দেখিয়ে সেখানে বসে পড়েন বিধায়িকা। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে চলে যান তিনি।

কোচবিহারের ভেটাগুড়িতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ। বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তবে উদয়নের পাল্টা বক্তব্য, সাজানো লোকেদের দিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *