Priyangu Pandey, BJP, প্রিয়াঙ্গু পাণ্ডের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেতার মূল অভিযুক্ত টিপুয়া

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ মার্চ: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেতার হলো মূল অভিযুক্ত টিপুয়া।

গত ২৮ আগস্ট ২০২৪ সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। সেই গুলি চালানোর ঘটনার তদন্ত ভার নিয়েছিলো এনআইএ। আগে গ্রেপ্তার হয়েছিল ১৫ জন। কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আজ বাড়ি থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ।

ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন,অনেকদিন ধরে একাধিক নেতারা তাকে বাঁচিয়ে রেখেছিল। আজ তদন্তকারী দল তাকে গ্রেফতার করেছে। এরপর অনেক তথ্য বাইরে চলে আসবে। কিভাবে আমাকে খুন করার চক্রান্ত হয়েছিল এবং কারা কারা এর সঙ্গে জড়িত। টিপুয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে আড়াল করে রাখা হয়েছিল। ও গ্রেফতার হওয়ায় সত্যের জয় হয়েছে। আগামী দিনে আরো তথ্য তারা বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। তৃণমূলের রাজ্য এজেন্সি মিলেই আমাকে খুন করার চেষ্টা করেছিল বলে জানান তিনি।

ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, এনআইএ কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি। এনআইএ নিজেদের কাজ করছে এবং কাজ করতে গিয়ে যাকে তাকে গ্রেফতার করছে। সিবিআই, এনআইএ, ইডি এই এজেন্সিগুলো নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ করেছে এইগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনের পরিণত করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসে কোনো সমাজবিরোধী নেই, আমরা সমাজ বিরোধীর বিরুদ্ধে লড়াই করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *