Adivasi Program, Barasat, ১৬তম আদিবাসী যুব কর্মসূচির আয়োজন

আমাদের ভারত, বারাসত, ১৭ জানুয়ারি: আগামী ২০ থেকে ২৬ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বারাসতে ব্রেনওয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১৬তম আদিবাসী যুব কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একাধিক জেলা থেকে প্রায় ২০০ জন আদিবাসী যুবক, যুবতী এতে অংশ নেবেন।

শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে জাতীয় সংহতি, দেশপ্রেম ও দেশগঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, মহিলাদের ক্ষমতায়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করবেন তারা। একইসঙ্গে শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা অর্জন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের বিষয়ে তাদের অবহিত করা হবে।

অনুষ্ঠানের উদ্যোক্তা কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত পশ্চিমবঙ্গ নেহরু যুবকেন্দ্র সংগঠন এবং নেহরু যুব কেন্দ্র কলকাতা উত্তর শাখা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। পাশাপাশি, রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *