Sukanta, Arjun, দলের কথা দলের মধ্যে বলা উচিত! সংগঠন দুর্বলতার দায় নিচু থেকে উপরতলার সকলের, অর্জুনকে ইঙ্গিতে পাল্টা জবাব দিয়ে সতর্ক করলেন সুকান্ত

আমাদের ভারত, ১৮ জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে বুধবারই খারিজ করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার সতর্ক করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং’কেও। অনেকে অবশ্য মনে করছেন কেবল অর্জুন সিং নন, সাংসদ সৌমিত্র খাঁকেও সতর্ক করেছেন সুকান্ত মজুমদার। দলের কর্ম সমিতির বৈঠকে যোগ দিতে এসে এরা দু’জনেই প্রকাশ্যে দল পরিচালনা নিয়ে নানান কথা বলেছেন। সুকান্ত মজুমদার তাদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, যা বলার সেটা দলের ভেতরে বলা ভালো।

নরেন্দ্র মোদী সরকারের স্লোগান বদলে দেওয়ার যে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন, তার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার প্রকাশ্যেই বলেছিলেন, দল ওই বক্তব্য অনুমোদন করে না। সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে সতর্কীকরণ বলেই মনে করছেন রাজ্য বিজেপির অনেকে। বৃহস্পতিবার বিজেপির অভ্যন্তরে শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও সতর্ক করেন সুকান্ত মজুমদার। যা রাজ্য বিজেপির অভ্যন্তরে সমীকরণের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত কর্ম সমিতির সভা ছিল বুধবার সায়েন্স সিটিতে। ওই বৈঠকে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের সামনে অর্জুন সিং দলের সাংগঠনিক দুর্বলতাকে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হবার জন্য দায়ী করেন। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ বলেছিলেন, বাংলায় ভোট করাতে হয়। ভোট করাতে গেলে সংগঠন দরকার। ঘরে বসে শুধু আলোচনা করলে হবে না। মাঠে ময়দানে তা বাস্তবায়িত করতে হবে। তার এই বক্তব্য ছিল, রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের উদ্দেশ্যে। বৃহস্পতিবার অর্জুনের সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, দলের কথা দলের মধ্যে বলা উচিত সংবাদমাধ্যমের সামনে বলা উচিত নয়। কথা বলার হলে অনেক জায়গা রয়েছে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বাংলায় দায়িত্ব প্রাপ্ত নেতা সুনীল বনশল, মঙ্গল পান্ডে, অমিত মালব্যরা রয়েছেন। সর্বভারতীয় সংগঠন সম্পাদক রয়েছেন তাঁদের বলুন।

কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, কোনো এলাকায় যদি সংগঠন দুর্বল হয়, তার দায় নিচু তলার কর্মী থেকে উপরতলার সকলের। দায়িত্ব আমাদেরও। আমাদের দায় নেই?

অর্জুনের পাশাপাশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’ও সংগঠন নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তুলেছেন। ফলে অনেকেই মনে করছেন বৃহস্পতিবার অর্জুন, সৌমিত্র দু’জনকেই সতর্ক করতে চেয়েছেন সুকান্ত মজুমদার। এলাকার সংগঠনের দুর্বলতার দায় সংশ্লিষ্ট এলাকার নেতাদেরই তা স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

গতবারের জেতা ব্যারাকপুর আসনটিতে এবার হেরে গিয়েছে বিজেপি। গতবার বিজেপির টিকিটে অর্জুন সিং জিতলেও এবার আর পারেননি। তবে মাঝে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের টিকিট না পেয়ে ভোটের ঠিক আগে আবার ফিরে এসেছিলেন বিজেপিতে। তাকেই আবার টিকিট দেয় পদ্ম শিবির। বিজেপির অভ্যন্তরে বক্তব্য, শুভেন্দুর হস্তক্ষেপ না থাকলে অর্জুনের ভোটের অব্যবহিত আগে ব্যারাকপুরে টিকিট পাওয়া এত সহজ হতো না। কারণ অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন দিল্লিতে গিয়ে।

এই পরিস্থিতিতে ব্যারাকপুরের হার নিয়ে এলাকায় দুর্বল সংগঠনের দায় যে অর্জুন সিং- এর কাঁধেই বর্তাবে সেকথা মনে করিয়ে তার তোলা প্রশ্নে তাকেই পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *