আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ নভেম্বর: হাতে যা থাকবে তাই নিয়ে নবান্ন আর কালীঘাটে যাওয়ার আবেদন রাজ্যের মহিলাদের কাছে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই নির্বাচনের আগে দলকে আরো সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজন করা হলো কর্মী সম্মেলনের।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী রূপক মিত্র সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মানুষ যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেবো। নৈহাটির মানুষের একটাই বার্তা হওয়া উচিত, নো ভোট টু মমতা। মানুষ ঠিক করুক মমতাকে ভোট না দিয়ে সিপিএম বা বিজেপিকে ভোট দিক। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। রাজ্যের মানুষ সব জেনেগেছে। এবার মানুষের সিদ্ধান্ত।