আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ নভেম্বর:সোমবার নৈহাটির বড় মায়ের বিসর্জন পর্ব ঘিরে ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা গেল। চিরাচরিত রীতি মেনে এদিন দুপুর থেকে মায়ের পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয় মায়ের রাজ বেশ পরিত্যাগ করার কাজ। মায়ের সমস্ত অলংকার খুলে তাকে ফুলের বেশে সাজানো হয়।
বিগত কয়েক দিনের মত এদিন বড় মায়ের বিসর্জন দেখার জন্য লাখো ভক্তের জমায়েত হয় নৈহাটির অরবিন্দ রোডে। কার্যত বড় মায়ের বিসর্জন উপলক্ষ্যে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে নৈহাটির অরবিন্দ রোড। এই বিসর্জনে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এদিন সকাল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিন অন্যান্য পুলিশ কর্মীদের সাথে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস’কে ভিড় সামাল দিতে দেখা যায়।
এদিন পূর্ব নির্ঘন্ট মেনে মায়ের ভাষান শুরু করেন বড় মায়ের পুজো কমিটির সদস্যরা। সমস্ত রীতি মেনে মাঝ গঙ্গায় গঙ্গার জল মায়ের গায়ে ছিটিয়ে চলে ভাসান। বড় মায়ের বিসর্জন সম্পন্ন হলে শুরু হয় নৈহাটির অন্যান্য কালী পুজোর প্রতিমা বিসর্জন।