আমাদের ভারত, ১৪ অক্টোবর: বাংলায় নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার কী ভাবছে? এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। কিন্তু সুরাহা হয়নি। বরং একের পর এক গণধর্ষণের ঘটনায় শিউরে উঠেছে মানুষ। তাই নারী সুরক্ষার দাবি তথা নিজের সুরক্ষা নিজে করার বার্তা নিয়ে বঙ্গ বিজেপি এক অভিনব হাতিয়ার নিয়ে প্রতিবাদ জানাতে পথে নামল, যার নাম অপারেশন লালমরিচ।
দুর্গাপুরে গণধর্ষণের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা মঙ্গলবার পথে নামেন। করুণাময়ীতে তারা প্রতিবাদ সভা করেন। তাদের দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। তাই মহিলাদের আত্মরক্ষার জন্য লাল লঙ্কার গুঁড়ো নিজেদের সঙ্গে রাখতে বিতরণ করেছেন তারা। এই অভিনব কায়দায় তারা প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে।
একজন মহিলা বিজেপি কর্মী জানিয়েছেন, আমরা মা ও বোনেদের মধ্যেই প্যাকেটগুলি বিতরণ করছি যাতে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আমাদের নিজেদেরই নিজেদের সুরক্ষা বা রক্ষা করতে হবে। প্রয়োজনে লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচের স্প্রে ব্যবহার করতে হবে।
বিক্ষোভকারীরা এও জানান, মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ।

