কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা হবে শুধুমাত্র করোনা আক্রান্তদের, বাকি রোগীদের সরানো হবে অন্যত্র

আমাদের ভারত,২৩ মার্চ:নোবেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজ কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আর সেই জন্যই মেডিকেল কলেজ থেকে অন্য রোগীদের সরিয়ে কলেজ খালি করে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন।

দফায় দফায় ভর্তি থাকা রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র। একই সঙ্গে সোমবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যেকোনো রকম নতুন রোগী ভর্তি।

ইতিমধ্যেই সমস্ত বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। চলতি সপ্তাহেই নোবেল করনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে মেডিকেল কলেজকে বিশেষ ভাবে গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে।

পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে এগোচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ইতিমধ্যে একজনের। আর এই পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ভালো থাকায় বেলেঘাটা আইডি থেকে এখানে সমস্ত রোগীকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *