বেসরকারি ল্যাবে করোনা টেস্টের খরচ ৪০০ টাকায় বেঁধে দিল ওড়িশা সরকার

আমাদের ভারত, ৩ ডিসেম্বর:ওড়িশা সরকার আবারও কোভিড টেস্টের খরচ কমিয়ে দিল। এই নিয়ে দ্বিতীয় বার করোনা পরীক্ষার খরচ কমিয়ে দিল ওড়িশা সরকার। বেসরকারি ল্যাবে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে এবার সর্বোচ্চ ৪০০ টাকা খরচ হবে সাধারণ মানুষের। এতদিন এই টেস্টের জন্য ১২০০ টাকা খরচ করতে হতো তাদের।

বুধবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পট্টনায়ক সরকার। এর আগেও একবার আগস্ট মাসে কোভিড-১৯ পরীক্ষার খরচ কমিয়ে দিয়েছিল ওড়িশা সরকার। ২২০০ টাকার বদলে ১২০০ করা দিয়েছিল ওড়িশা সরকার। আবার পাঁচ মাসের মধ্যে করোনা পরীক্ষার খরচ কমানোর কথা ঘোষণা করল ওড়িশা সরকার।

অন্যদিকে মঙ্গলবার দিল্লির আপ সরকার আরটিপিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষার খরচ ২৪০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা করেছিল। এবার তারপরের দিনই ওড়িশা সরকারও আরও ৮০০ টাকা খরচ কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করল।

ওই রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে বেসরকারি সংস্থায় করোনা পরীক্ষার খরচ সর্বোচ্চ ৪০০ টাকা এর মধ্যে থাকবে। কিন্তু এরমধ্যে জিএসটি ধরা হয়নি। বুধবার পর্যন্ত ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৮৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *