আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: ডাক্তার দেখাতে ভুবনেশ্বর যাওয়ার ট্রেন ধরতে এসে বেলদা রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যখম হলেন অভয় মান্না নামে ৪৭ বছরের এক ব্যক্তি। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার আড়গোয়ালে। সঙ্গে আরও দুজন ছিলেন। ঘটনার সময় বেলদা থানার দুই আধিকারিক ছিলেন। মূলত তাঁদের চেষ্টায় এম্বুলেন্স আসে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেরি করে থ্রুট্রেনের ঘোষণার অভিযোগ উঠেছে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা ৮.৪৫টা নাগাদ রেল লাইন পারাপারের সময় এই ঘটনা ঘটে ২ নম্বর প্ল্যাটফর্মে। ডান হাত এবং ডান পা জখম হয়েছে অভয়বাবুর। ঢিল ছোঁড়া দূরত্বে আর পি এফ এর ব্যারাক থাকলেও আর পি এফের এক কর্মী ঘটনাস্থলে আসে ঘটনার প্রায় ২০ মিনিট পরে। মূলত বেলদা থানার পুলিশের তৎপরতায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।