আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যামপুরাতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যের পর কেশিয়াড়ি থানার ধলবেলুন গ্রামের বাসিন্দা দিলীপ সিং (৫০) কেশিয়াড়ি থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় অন্যমনস্ক থাকায় ওড়িশার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারলে তিনি সাইকেল সহ বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। পরে পথচলতি মানুষ বেলদা থানায় খবর দিলে পুলিশ তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওড়িশা থেকে দ্রুত গতিতে আসা গাড়িটিকে বেলদা থানার পুলিশ আটক করেছে।