আমাদের ভারত, নদিয়া, ২২ জানুয়ারি: সকালের ঘন কুয়াশার জেরে, ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি। বুধবার আনুমানিক সকাল সাড়ে ছ’টা নাগাদ শান্তিপুর থানার গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি। আহত দুই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই দিগনগরের বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন, তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান। টোটোতে থাকা আরও দু’জন আহত হয়। দুমড়ে মুছড়ে যায় টোটোটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক।