আমাদের ভারত, ৬ জুলাই: শনিবার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স-বার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “আমি ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে প্রণাম করছি। তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজন, যার জন্য ভারতের ঐক্য ও অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১- ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত “নেহরু-লিয়াকত” চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায়
ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।