অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ মার্চ: মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। গুরুতর জখম আরো একজন।
ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের গোয়ালমারা লোধাশুলি রাজ্য সড়কের। এদিন দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নাদনগারিয়াতে উঁচু বাম্পার সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছে নলকূপে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। তার পেছনে বসে থাকা আরেক জনকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম মানস মান্না। বয়স ৩০ বছর। বাড়ি গোপীবল্লভপুর ২ ব্লকের খাঁড়বান্দি অঞ্চলের ফুলকা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।