আমাদের ভারত, অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০জানুয়ারি : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের খুন্তি মোড়ের যাত্রী প্রতীক্ষালয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল গোপীবল্লভপুর থানার পুলিশ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মহম্মদ খলিল বয়স ৪৫ বছর। বাড়ি গোপীবল্লভপুর থানার নয়াবাসান গ্রামে। আজ সকালে স্থানীয়রা গোপীবল্লভপুরের খুন্তি মোড়ের যাত্রী প্রতীক্ষালয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তার পরে পুলিশে খবর দেয় এলাকাবাসীরা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। কি কারণে মৃত্যু হয়েছে তদন্তে গোপীবল্লভপুরের থানার পুলিশ।