পূর্ণবয়স্ক চিতা বাঘের চামড়া সহ আলিপুরদিয়ারে ধৃত এক ব্যক্তি

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩১ জানুয়ারি: ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে সাফল্য পেল বনদফতর। একটি লেপার্ডের চামড়া সহ হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গল লাগোয়া চা-বাগান বস্তিতে যৌথ অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এসএসবি, বনদফতর। নিজের বাড়ি থেকেই ধরা পড়ে চোরাকারবারি ফুলচাঁদ কুজুর। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ডের চামড়া।

জানা গেছে, ধৃত ব্যাক্তি প্রথমে শামুকতলা থানার ধোলাঝোড়া বস্তিতে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল চামড়াটি। রাতেই চামড়ার হাতবদল হত। সেক্ষেত্রে মোটা টাকায় খরিদ্দার তৈরি রেখেছিল সে। চামড়াটি পাচার হবার আগেই উদ্ধার করে যৌথবাহিনী। এদিকে ধৃত ব্যক্তি কিভাবে কোথা থেকে চামড়া সংগ্রহ করেছিল, কার কাছে বিক্রি করার মতলব ছিল, চোরাকারবারীদের কোন চক্রের সঙ্গে জড়িত, তার সঙ্গে আরও কারা কারা রয়েছে তা তদন্ত করে দেখছে বনদফতরের আধিকারিকরা।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধীকর্তা পি.হরিশ বলেন, এটা আমাদের যৌথ অভিযানের সাফল্য। ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ করলে আশা করছি আরও অনেক নতুন তথ্য বেড়িয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *