আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ ফেব্রুয়ারি:
নিষিদ্ধ কোডাইন মিক্সার সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সেকেন্দার মণ্ডল। শুক্রবার রাত দুটো নাগাদ গোবরডাঙ্গা শ্মশান ব্রিজ চত্বর থেকে সাড়ে পাঁচ লিটার নিষিদ্ধ কোডাইন মিকচার সহ তাকে গ্রেফতার করে। ধৃত রঘুনাথপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রের খবর, সেকেন্দার একজন কিলার। দীর্ঘ দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গাঁজা, আগ্নেয়স্ত্র বাংলাদেশে পাচারের কাজ করছিল। এদিন রাতে সাড়ে পাঁচ লিটার নিষিদ্ধ তরল কোডাইন মিক্সচার ড্রাম বোঝাই করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোবরডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে শ্মশান ব্রিজ চত্বরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে সেকেন্দারের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিন্তাই ও অস্ত্র পাচারের অভিযোগ আছে। ধৃতকে শনিবার বারসাত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।