মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন পার্থ চ্যাটার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ ডিসেম্বর:
অবশেষে পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। রবিবার বেহালায় তিনি বলেন, আমি মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছি। সেই সময় রাজ্যের সবকটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। সেখানে তাদের সব অভাব অভিযোগ শোনা হবে। তারপর সরকার সবদিক বিবেচনা করে নিশ্চই সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, পার্শ্বশিক্ষকরা সল্টলেকে টানা ধর্না কর্মসূচি চালচ্ছিলেন। সেই ধর্না কর্মসূচি ভাঙতে আগে রাজ্য সরকার কড়া বার্তা দিয়েছিল। তাতে অবশ্য দমে যাননি আন্দোলনকারীরা। রবিবার বেহালায় অবশ্য সুর নরম করে পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন পার্থ চ্যাটার্জি। পাশাপাশি মুকুল রায় ও মণিরুল ইসলামের গ্রেফতারি পরোয়ানা নিয়ে এদিন সাবধানি মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, আইন আইনের পথে চলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই বলে সাংবাদিকদের জানান পার্থ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *