আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি: লরির ধাক্কায় মৃত্যু হল এক লটারি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোবিন্দপুর এলাকায় রায়গঞ্জ–বালুরঘাট ১০ এ রাজ্য সড়কে। মৃত ব্যক্তির নাম মন্তাজ আলি ( ৩৫)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রায়গঞ্জ থানার গোবিন্দপুর এলাকায় লটারির টিকিট বিক্রি করে নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরার অপেক্ষায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে দাঁড়িয়েছিলেন মন্তাজ আলি। আচমকাই বালুরঘাটগামী একটি দ্রুতগামী লরি এসে ধাক্কা মারে তাঁকে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। শনিবার ভোররাতে হাসপাতালেই মৃত্যু হয় মন্তাজ আলির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।