আমাদের ভারত, ৭ জানুয়ারি: একজন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ, অপরজন ভাটপাড়ার বর্তমান বিধায়ক। রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংহের পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিশ ধরালো রাজ্য পুলিশ। পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং’কে। অপরদিকে বুধবারই ভাটপাড়ার বিধায়ক পবন সিং’কে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনের তরফে। গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের আখ্যা দিচ্ছেন অর্জুন- পবন দু’জনেই।
প্রসঙ্গত এর আগেও একাধিক বার ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের তরফে প্রাক্তন সংসদ অর্জুন সিং’কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের জেরে অর্জুন সিংকে বরাবরই তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। তবে আজ সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং’কে যে পন্থা অবলম্বন করে আটকানোর চেষ্টা করছেন তাতে তিনি ব্যর্থ হবেন। আমি ভয় পাই না। তবে তিনি পরিষ্কার জানান, আগামীকাল তিনি কমিশনারেটের গোয়েন্দা দপ্তরে উপস্থিত থাকবেন।
অন্যদিকে বিধায়ক পবন সিং বলেন, অর্জুন সিং- এর ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশ এইসব করছে। হয়তো আমাকেও মিথ্যেভাবে জেলে যেতে হতে পারে। আমি সব দিক থেকে প্রস্তুত। আমি ভবানী ভবনেও হাজিরা দেবো।
তবে অর্জুন- পবনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেগুলো সব সামনে আসছে। উনি মিথ্যে যুক্তি খাড়া করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। তদন্ত কোন পথে যাবে সেটা তদন্তকারীদের দেখার বিষয়।