পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিদ্যালয় অনূর্ধ্ব ১৯ মহিলা খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলায়। বুধবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতাটি হয়। অংশগ্রহণ করে মোট ১৬টি স্কুল।
এদিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া, সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক সৌমনা বন্দ্যোপাধ্যায়, জেলার শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস প্রমুখ।
এই খেলায় চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর সদরের হরিশপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ। রানার্স হয় শালবনীর সীতনাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স সহ সমস্ত দলের ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী।