সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জুলাই: শ্রাবণী মেলা উপলক্ষে সহস্রাধিক মঙ্গলঘট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে ব্যাপক উদ্দীপনা বাঁকুড়ায়।
বাঁকুড়া শহরের উপকন্ঠে অবস্হিত প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে সারা শ্রাবণ মাসজুড়ে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আজ মঙ্গলঘটের আয়োজন করা হয়। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল সংগ্রহ করে তা ঘটে ভরে সহস্রাধিক মহিলা নূতনগঞ্জ ধর্মশালা থেকে যাত্রা শুরু করে মন্দিরের উদ্দেশ্যে।মঙ্গলঘট উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলে প্রায় তিন হাজার পুন্যার্থী ও ভক্ত অংশ নেন। মহিলা ব্যান্ডপার্টি, মহিলাদের মাদল নৃত্য ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ।
উদ্যোক্তা শ্রী শ্রী এক্তেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির কর্মকর্তা সত্যেন দত্ত জানান, দীর্ঘ পনের বছরের বেশি সময় ধরে শ্রাবণী উৎসব, মঙ্গলঘট শোভাযাত্রা, অন্নকূট, নিত্যদিন সন্ধ্যায় শৃঙ্গার ইত্যাদির আয়োজন করা হয়।অন্নকূট উৎসবের দিন প্রায় তিরিশ হাজার নরনারী প্রসাদ গ্ৰহণ করেন বলে তিনি জানান যে, আগামী রবিবার অন্নকূট- এর আয়োজন করা হয়েছে।