BTMC, support camp, Midnapur, শহিদ দিবস উপলক্ষে ধর্মতলাগামী তৃণমূল কর্মীদের জন্য মেদিনীপুর শহরে খোলা হলো সহায়তা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: শহিদ দিবস উপলক্ষে ধর্মতলাগামী তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য মেদিনীপুর শহরে খোলা হল সহায়তা শিবির। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব।

প্রতিবছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের তরফে পালন করা হয় শহিদ দিবস। এই আবহে ধর্মতলাগামী সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য মেদিনীপুর স্টেশনে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাহায্যে পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেস ও শহর সাংগঠনিক তৃণমূল কংগ্রেস যৌথ উদ্যোগে একটি সহায়তা শিবির খোলা হয়েছে মেদিনীপুর স্টেশন চত্বরে।

চিঁড়ে, মুড়ি, কেক, চা বিস্কুট- সহ পানীয় জলের ব্যবস্থা থেকে কলকাতার সমস্ত রাস্তাঘাটের গাইড পুঙ্খানুপুঙ্খভাবে এই সহায়তা শিবির থেকে দেওয়া হয়। কখনও গানের মাধ্যমে, আবার কখনও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তার বক্তব্যে তুলে ধরেন শহিদ দিবসের ইতিহাস। এদিন গড়বেতা, শালবনী, কেশপুর সহ মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সহায়তা শিবিরে যোগদান করেন। এই সহায়তা শিবির থেকে দেওয়া রাজনৈতিক দলেন ব্যাচ, জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন সহায়তাকারী সাজ সরঞ্জাম সংগ্রহ করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন মানুষজন।

এদিন সহায়তা শিবিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এক আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলেই এই বক্তব্য শোনার পর এবং উচ্চ নেতৃত্বের সান্নিধ্যে এসে ও তাদের সহায়তা পেয়ে উৎফুল্ল হয়ে ওঠেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ধনাত্মক মানসিক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলায় যাতে সঠিকভাবে পৌঁছাতে পারেন তার জন্য গাইড থেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনে ব্রতী হয়ে ওঠেন।

প্রতিবছর ধর্মতলা চত্বরে লক্ষাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের জমায়েত লক্ষ্য করা যায়। ঐ সহায়তা শিবির কতটা কর্মীদের সহায়ক হয়ে ওঠে এবং শাসক দলের শহিদ দিবসের কর্মসূচি কতটা সফলতা লাভ করে সেদিকেই নজর থাকবে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের।

সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মৌ রায়, তৃণমূল কংগ্রেসের দক্ষ কাউন্সিলর মোজাম্মেল হোসেন, সত্য পড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *