পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: বিধায়ক জুন মালিয়ার উদ্যোগে শালবনি ব্লকের জুয়ালভাঙ্গা মৌজাতে শিল্প স্থাপন প্রক্রিয়া শুরু হলো। আজ জুয়ালভাঙ্গা মৌজায় সরকার প্রদেয় ২৫ একর জমিতে রাইজিং টাইড সংস্থার সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস হয়। শিলান্যাস করেন বিধায়ক জুন মালিয়া।
উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাতো, সংস্থার কর্ণধার রোহান মুখার্জি, হেমন্ত কাপুর প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পে মূলত মহিলাদের কর্মসংস্থান হবে। প্রকল্পের সমস্ত স্তর কমপ্লিট হলে দু’হাজার মহিলার কর্মসংস্থান সম্ভব।
এক্ষেত্রে উল্লেখ্য, বিধায়ক হবার পর থেকেই জুন মালিয়া বিধানসভা ক্ষেত্রের শালবনি ব্লকে যে বিপুল পরিমাণ জমি আছে সেখানে যাতে প্রকল্প তৈরি হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সেই প্রচেষ্টারই আজ প্রথম ফলশ্রুতি।