বছরের প্রথম দিনে গ্রামের মানুষকে আনন্দ দিতে এলাকার যুবকদের উদ্যোগ

আমাদের ভারত, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, ১ জানুয়ারি : সুন্দরবনের অন্যতম পিছিয়ে পড়া এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া গ্রাম। মুলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। এলাকার কিছু মানুষ এই দরিদ্র গ্রামবাসীদের মুখে বছরের প্রথম দিন একটু হাসি ফোটাতে, তাদেরকে একটু আনন্দ দিতে বিগত ৫৭ বছর ধরে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এ বছর ও তার অন্যথা হয়নি।

৫৭ বছর আগে এলাকার কয়েকটি পরিবার এই উদ্যোগ নেন প্রথম। সেই থেকেই চলে আসছে। গ্রামের দুঃস্থ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে একদিন একসাথে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই খেলাধুলায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই অংশগ্রহণ করেন। জয়ীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে। প্রতি ইংরেজি বছরের প্রথম দিনে এই অনুষ্ঠান হয়ে আসছে দীর্ঘদিন ধরে। খেলাধুলা শেষে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া ও হয়। এই অনুষ্ঠান করে যেমন উদ্যোক্তারা খুশি, তেমন অংশগ্রহণকারীরাও যথেষ্ট খুশি। অন্যতম উদ্যোক্তা দেবব্রত সরদার বলেন, “আমাদের বাবা কাকারা এটা শুরু করেছিল, আমরা চেষ্টা করছি সেই পরম্পরা বাঁচিয়ে রাখতে। সকলকে অন্তত বছরের একটা দিন আনন্দ দিতে পেরে আমরা খুশি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *