পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ফুল, পেন ও জল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সম্পর্কে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক জানিয়েছেন, শুধু প্রথম দিন নয়, পরীক্ষার বাকি দিনগুলোতেও আমরা প্রত্যেকটি পরীক্ষার্থীর পাশে রয়েছি।
পাশাপাশি মেদিনীপুর কলিজিয়েট স্কুলের সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হলো মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত জেলা যুবসভাপতি নির্মাল্য চক্রবর্ত্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে পরীক্ষা শুরুর প্রাক মুহূর্তে মাদপুর স্কুলের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সবার হাতে ফুল ও উপহার তুলে দিলেন বিধায়ক অজিত মাইতি।