পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে কৃষি দপ্তরের সভাকক্ষে শুরু হলো মৎস্য চাষের প্রশিক্ষণ শিবির। জানা গিয়েছে, চার দিন ধরে চলবে এই মৎস্য চাষের প্রশিক্ষণ শিবির। এদিন এই শিবিরে মেদিনীপুর সদর মহকুমার চারটি ব্লক গড়বেতা, গোয়ালতোড় চন্দ্রকোনারোড ও শালবনি ব্লকের প্রায় ৬০ জন মৎস্য চাষিকে বিজ্ঞান ভিত্তিতে মৎস্য চাষ করার প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন জেলার মৎস্য আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অশোক কুমার টুডু, চারটি ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারীক ও গড়বেতা তিন নম্বর ব্লকের অন্যান্য কর্মাধ্যক্ষরস। মূলত মৎস্য চাষে আগ্রহী গড়ে তুলতেই এই উদ্যোগ মৎস্য দপ্তরের।