স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “দুয়ারে সরকার” প্রকল্পের প্রথম দিনে ব্যাপক সাড়া মিলল উত্তর দিনাজপুর জেলাজুড়ে। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।
তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু সাধারণ মানুষের পাশে সদা সর্বদা রয়েছে রাজ্যের মা মাটি মানুষের সরকার।
মঙ্গলবার থেকেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়েছে “দুয়ারে সরকার” প্রকল্প কর্মসূচি। শহর থেকে গ্রাম সর্বত্র ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তা সমাধানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জনপ্রতিনিধি থেকে সরকারি আমলারা এই ক্যাম্পে থেকে প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছেন। জয় বাংলা, জয় জোহার, তপশিলি সংলাপ, কৃষকবন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী প্রকল্পের পাশাপাশি খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা যাঁরা পাননি সেসব মানুষকে এইসব বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই এই “দুয়ারে সরকার ” প্রকল্প।
শুরুর দিন থেকেই রাজ্য সরকারের এই কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস। বুধবারের সাংবাদিক সম্মেলনে জেলার মুখপাত্র সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক মনোদেব সিনহা এবং দলের কো-অর্ডিনেটর মুশারফ হোসেন।