আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ আগস্ট: ব্যারাকপুর শিল্পাঞ্চলে বনধে তেমন সাড়া না পড়লেও বিজেপিকে দেখা গেল বনধের সমর্থনে মিছিল বের করতে। তবে নোয়াপাড়া এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকালে নোয়াপাড়া থানার শ্যামনগর এলাকায় বনধের সমর্থনে বিজেপির মিছিল বের হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র।
এদিন তিনি শ্যামনগর থেকে মিছিল করে পিনকল মোরে আসেন, সেখানে তিনি বিভিন্ন গাড়ির চালক ও ব্যবসায়ীদের হাত জোড় করে বনধ সমর্থন করতে বলেন। বেশ কিছুক্ষণ ঘোষ পাড়া রোড আটকে বিক্ষোভ দেখায় তারা। এরপর বনধ বিফল করার জন্য তৃণমূলের একটি মিছিল ওই এলাকায় আসলে তৃণমূলের সাথে বচসা বাধে বিজেপির।
নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিলেও বিজেপি নেতা কর্মীরা পরবর্তীতে নোয়াপাড়া থানা ঘেরাও করলে আবার অশান্তির সৃষ্টি হয়। নোয়াপাড়া থানার পুলিশ বিজেপি নেত্রীকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে থানার মধ্যে নিয়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এদিন ফাল্গুনী পাত্র বলেন, মানুষের গণ অভ্যথানকে তৃণমূল ভয় পেয়েছে বলেই এমন ব্যবহার করছে।