পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: নববর্ষের সকালে পশ্চিম মেদিনীপুরের
শালবনির কর্ণগড়- এর মা মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নতুন বছরের শালবনীর মা মহামায়া মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী।
মহামায়া মন্দিরে প্রণাম করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। এদিন পথচলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চান আশীর্বাদও। জঙ্গিমুক্ত রাজ্য চাই এই প্রার্থনাই জানান বলে তিনি জানিয়েছেন। আজ রাজ্যে ইসরোর সায়েন্টিস্ট তৈরি হবে, জঙ্গি নয় এই প্রার্থনাই তিনি করেছেন।