Netaji’s birthday, Ten mile race, নেতাজি জন্মজয়ন্তীতে ‘দশ মাইল দৌড় প্রতিযোগিতা’ হলো মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: ঐতিহ্য বজায় রেখে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের (The Midnapore Athletic Club) উদ্যোগে মঙ্গলবার ‘দেশনায়ক’ সুভাষচন্দ্র বসু’র ১২৮-তম জন্মজয়ন্তীতে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো ৫৯-তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা। বরাবরের মতোই প্রতিযোগিতার সূচনা হয় ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠ থেকে। আর এবার এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় সহ প্রথম দশের ৫-টি স্থানই ছিনিয়ে নিল মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে- উত্তরপ্রদেশের বাসিন্দা লোকেশ চৌধুরী এবং রঞ্জিত প্যাটেল।

উল্লেখ্য, দু’জনই (লোকেশ ও রঞ্জিত) তরুণ সংঘের হয়ে প্রতিনিধিত্ব করেন এই প্রতিযোগিতায়। ১০ মাইল দূরত্ব অতিক্রম করতে তাঁদের সময় লাগে যথাক্রমে- ৪৭ মিনিট ৫৬ সেকেন্ড এবং ৪৮ মিনিট ১১ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর শহরের বজরং ব্যায়ামাগারের হয়ে প্রতিনিধিত্বকারী আরিফ আলী (৪৮ মিনিট ৫১ সেকেন্ড)। এছাড়াও, তরুণ সংঘের হয়ে প্রতিনিধিত্ব করা জঙ্গলমহল ‘শালবনীর গর্ব’ অনুপম মাহাত এবার এই প্রতিযোগিতায় অষ্টম স্থান অধিকার করেছে। সময় লেগেছে ৫৩ মিনিট ৫২ সেকেন্ড। প্রথম দশের ৫-টি স্থানই ছিনিয়ে নিয়েছে তরুণ সংঘ ব্যায়ামাগার। ২টি করে স্থান দখল করেছে যথাক্রমে- বজরং ব্যায়ামাগার (তৃতীয় ও নবম) এবং ফাইভ স্টার অ্যাথলেটিক ক্লাব (সপ্তম ও দশম)।

সফলদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার ও ট্রফি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ চুনীবালা হাঁসদা, বিধায়ক দীনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, সিএবি প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী প্রমুখ।

মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের তরফে জানানো হয়েছে, এবার বিভিন্ন রাজ্য থেকে মোট ১১৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং জেলা পুলিশ ও প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মেদিনীপুর কলেজ, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সংবাদ মাধ্যম এবং শহরবাসীর সহযোগিতায় ৫৯-তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *